ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপপুর প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম অর্ধেকে নামবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
রূপপুর প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম অর্ধেকে নামবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছে তা বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম অর্ধেকে নেমে আসবে।

 

এ চুক্তি তিন-চার বছরের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ফুলছড়ি উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন ৬শ’ আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।

এ সময় তিনি দেশের উন্নয়নে সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিএইচএম ওয়াহেদুল হক, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক বোর্ড সভাপতি শামসুজ্জোহা বাবলু, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলছড়ি সদর ইউপির চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল, গজারিয়া ইউপির চেয়ারম্যান শামছুল আলম, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।