ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
শরীয়তপুরে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

শরীয়তপুর: চাকরি স্থায়ী করণের দাবি এবং চুক্তি বাতিলের প্রতিবাদে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।  

সোমবার (০৭ নভেম্বর) সকাল থেকে শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মস‍ূচিতে শরীয়তপুরে কর্মরত ৮৭ জন মিটার রিডার ও ম্যাসেঞ্জার অংশ নেয়।

মিটার রিডার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, আমাদের কাজ ছিলো প্রতি মাসে দুই হাজার বিল তৈরী করা। সেখানে দুই হাজার থেকে চার হাজারে বাড়ানো হয়েছে। কাজের পরিমাণ দ্বিগুন বাড়ানো এবং চুক্তি বাতিল করে চাকরি থেকে আমাদের ছাঁটাই করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের সাত জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চুক্তি বাতিলের প্রতিবাদ এবং চাকরি স্থায়ী করণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।