ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ার গাবতলীতে অবহিতকরণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বগুড়ার গাবতলীতে অবহিতকরণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় এসডিভিসি-২ প্রকল্প সমাপ্তি অবহিতকরণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আহসান হাবিব।
 
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, পুষ্টিবিদ মফিজুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক এএসএম শাহিন, ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান মাসুদ, ফারজানা ইয়াসমিন, হোসনে আরা, তড়িৎ কুমার রায়, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।