ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে মেয়র আনিসুলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
প্রধান বিচারপতির সঙ্গে মেয়র আনিসুলের সাক্ষাৎ

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সোমবার (০৭ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

 

সাক্ষাত শেষে মেয়র সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। কিন্তু বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছেন। এতে উচ্ছেদ কার্যক্রম ব্যহত হচ্ছে। এ বিষয়টিই প্রধান বিচারপতির নজরে এনেছি।

উচ্ছেদ বিষয়ে যেসব মামলা হয়, তা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি’।

 

পরে প্রধান বিচারপতির একান্ত সচিব (আপিল বিভাগ) মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এটি ছিল একান্ত সৌজন্য সাক্ষাৎ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।