ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বরসহ ৫ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ফেনীতে বরসহ ৫ জনের জেল-জরিমানা

ফেনী: ফেনীতে বাল্যবিয়ের দায়ে বরসহ পাঁচজনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল করিম এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বর শহীদ উল্যাহ (৩৩), তার বাবা করিম উল্যাহ (৬০), তার খালু আবুল খায়ের (৭১), কনের চাচাতো বোন রোহানা আক্তার (২৫) ও চাচাতো ভাই নুর নবী (২৮)।

জানা যায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সাড়াশিয়া গ্রামের নুরুজ্জামানের জেএসসি পরীক্ষার্থী মেয়ের সঙ্গে একই উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের শহীদ উল্যাহ’র (৩৩) বিয়ে ঠিক হয়। খবর পেয়ে সহকারী ভূমি কর্মকর্তা স্নেহাশিস দাস দুপুরে লালপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালায়।

এসময় বাল্যবিয়ে দায়ে পাঁচজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর শহীদ উল্যাহ, তার বাবা করিম উল্যাহ ও খালু আবুল খায়েরকে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কনের চাচাতো বোন রেহানা আক্তার ও চাচতো ভাই নুর নবীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।