ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রয়াণ দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রয়াণ দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নানা আয়োজনে বরিশালে পালিত হয়েছে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ৯৩তম প্রয়াণ দিবস।

বিএম কলেজে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত মিউজিয়ামে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সোমবার (৭ নভেম্বর) সকালে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

এরপর র‌্যালি বের করে বিএম কলেজ পরিবার। র‌্যালিটি কলেজের সড়কগুলো ঘুরে মূল ভবনের সামনে গিয়ে এসে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত বরিশালে শিক্ষা প্রসারের জন্য যা করেছেন তা আজীবন মনে রাখবে সবাই। নিজের শেষ সম্পত্তিটুকুও তিনি দিয়ে গেছেন শিক্ষা প্রসারের  জন্য।

বক্তব্য রাখেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, বাকসুর সাহিত্য সম্পাদক নূর আল আহাদ সাইদী প্রমুখ।

কলেজের জীবনানন্দ দাশ হলের মন্দিরে এদিন সন্ধ্যায় মহাত্মা অশ্বিনী কুমার দত্তের আত্মার শান্তি কামনায় প্রার্থনার মধ্য কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।