ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর শ্যুটিং প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সেনাবাহিনীর শ্যুটিং প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর শ্যুটিং প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (নভেম্বর ০৭) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ঢাকার বনানীস্থ আর্মি স্টেডিয়াম সংলগ্ন মাল্টিপারপাস হল-এ অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দল (যশোর অঞ্চল) চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল (ঘাটাইল অঞ্চল) রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি
(এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাসহ সেনাবাহিনীর অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর উক্ত প্রতিযোগিতা শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থবারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সর্বমোট আটটি ইভেন্টে সাতটি দলের প্রতিযোগীরা অংশ নেন।

সামরিক গোয়েন্দা পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত এক তথ্য বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।