ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ফেসবুক গ্রুপ মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
ত্রিশালে ফেসবুক গ্রুপ মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘ফেসবুকে একটিভ থাকি, নিজেকে আপডেট রাখি’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফেসবুক গ্রুপ মেলা।

 

স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৭ নভেম্বর) দুপুরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

 

উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ মেলাকে ঘিরে রঙবেরঙের ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে উপজেলা পরিষদ চত্বর।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন বাংলানিউজকে জানান, মেলায় ৩টি স্টলে ১২জন উদ্যোক্তা ল্যাপটপ নিয়ে প্রতিদিন গ্রুপ তৈরির কাজ করছেন। উপজেলার প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উপজেলা পরিষদের সব কর্মকর্তা ও উদ্যোক্তাদের নিয়ে আলাদা আলাদা ফেসবুক গ্রুপ তৈরি হবে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।