ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ২ গাঁজাসেবীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সৈয়দপুরে ২ গাঁজাসেবীর জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে দুই গাঁজাসেবীকে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে দুই গাঁজাসেবীকে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শহরের টেকনিক্যাল কলেজ পাড়ার রহমত আলী (২৭) ও নতুন মুন্সিপাড়ার নেসার আহমেদের ছেলে সাইদ (৩২)।

এদের মধ্যে রহমত জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন। সাইদ জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে রহমত আলী ও সাইদ শহরের নিচু কলোনির কাছে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।