ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১০ টাকা চালের তালিকা থেকে বাদ ৯৯১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
দিনাজপুরে ১০ টাকা চালের তালিকা থেকে বাদ ৯৯১ জন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরের চালে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাল গ্রহণকারীদের মধ্যে ৯৯১ জনের নাম ও দুইজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজি দরের চালে বিভিন্ন অনিয়মের অভিযোগে চাল গ্রহণকারীদের মধ্যে ৯৯১ জনের নাম ও দুইজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ ঘোষণা দেন।

পরে এদের নাম বাতিল করে তালিকা সংশোধন ও নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান,  বিভিন্ন অনিয়মের অভিযোগে এদের নাম ও ডিলারশিপ বাতিল করা হয়েছে।

এদিকে, তালিকায় জয়পুর ইউনিয়নে ৫১ জন, বিনোদনগরে ১৪৭ জন, গোলাপগঞ্জে ৯৪ জন, শালখুরিয়ায় ৩৬ জন, পুটিমারায় ৩৬ জন, ভাদুরিয়ায় ১৯৫ জন, দাউদপুরে ৩২৫ জন, মাহমুদপুরে ৮১ জন ও কুশদহ ইউনিয়নে ২৬ জনের নাম পরিবর্তন করা হয়েছে।

নতুন তালিকায় অন্তর্ভুক্তরা আগামী শুক্রবার (১১ নভেম্বর) থেকে চাল কিনতে পারবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।