ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সহকারী পুলিশ সুপার পদে ৩১ জনের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সহকারী পুলিশ সুপার পদে ৩১ জনের বদলি

পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) পদে ৩১ জনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির ওয়েবসাইটের এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ঢাকা: পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল) পদে ৩১ জনকে বদলি করা হয়েছে।
 
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির ওয়েবসাইটের এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৭ নভেম্বর সহকারী পুলিশ সুপার পদে ৩১ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
 
বদালিকৃত সহকারী পুলিশ সুপাররা হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের জামাল আল নাসেরকে যশোর জেলার মণিরামপুর সার্কেল, টিডিএস ঢাকার দীন মোহাম্মদকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার, ট্যুরিস্ট পুলিশের মো. আলমগীর কবিরকে টাঙ্গাইলের মধুপুর সার্কেল, পুলিশ স্টাফ কলেজের এস এম. রাজু আহমেদকে হবিগঞ্জের মাধবপুর সার্কেল, নরসিংদী সদরের রেজওয়ান আহমেদকে নরসিংদীর শিবপুর সার্কেল, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মহিদুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি সার্কেল, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান ফেরদৌসকে কুমিল্লার চৌদ্দগ্রাম সার্কেল, ঢাকার সাভার মডেল থানার মো. মাহবুবুর রহমানকে ঢাকার দোহার সার্কেল, নরসিংদীর সদর সার্কেল মোহাম্মদ বশির উদ্দিনকে গাজীপুরের কালিয়াকৈর সার্কেলে বদলি করা হয়েছে।
 
খুলনার এ-সার্কেল মোহাম্মদ বদিউজ্জামানকে ফেনীর সোনাগাজী সার্কেল, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং এর মো. মেহেদী হাসানকে নড়াইলের কালিয়া সার্কেল, কুষ্টিয়ার সদর মডেল থানার মো. কলিমুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেল, ৠাবের মো. তোফায়েল হোসেন সরকারকে রংপুরের সি-সার্কেল, নীলফামারীর সৈয়দপুর সার্কেল মো. জিয়াউর রহমানকে ৠাবে, আরআরএফ ঢাকার মো. খোরশেদ আলম খানকে ১ম এপিবিএন ঢাকা, শিল্পাঞ্চল পুলিশের মো. মাহবুব হোসেন কাজলকে বগুড়ার নন্দীগ্রাম সার্কেল, ৠাবের সুমন রঞ্জন সরকারকে কেএমপি খুলনা, হাইওয়ে পুলিশের বেলাল হোসাইনকে নরসিংদীর রায়পুরা সার্কেল, ৠাবের মো. রেজিনুর রহমানকে গাইবান্ধার সি-সার্কেল, জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল মো. সামিউল আলম পিপিএমকে জামালপুরের ইসলামপুর সার্কেল।
 
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের মো. সাইফুর রহমান আজাদকে কক্সবাজারের মহেশখালী সার্কেল, এসপিবিনের শাহাদাৎ হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর সার্কেল, কেএমপির কনক কুমার দাসকে মাগুরার শালিখা সার্কেল, ৠাবের মোঃ গোলাম আম্বিয়া মাহমুদকে কুমিল্লার হোমনা সার্কেল, যশোরের বি-সার্কেল শেখ বিল্লাল হোসেনকে ৠাবে, হাইওয়ে পুলিশের মোহম্মদ আনোয়ার হোসেনকে ৠাবে, হাইওয়ে পুলিশের মোঃ সোলায়মান মিয়াকে ৠাবে, ডিএমপির মোহাম্মদ সাইফুল ইসলামকে পটুয়াখালীর বাউফল সার্কেল ও সিএমপির মোহাম্মদ ফরহাদকে হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।