ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় লরিচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
পূর্বধলায় লরিচাপায় নিহত ২

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে লরির নিচে চাপা পড়ে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে লরির নিচে চাপা পড়ে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের জামধলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের নওয়াশি গ্রামের গৃহবধূ পাখি আক্তার (২৫) ও লরি চালকের সহকারী মাণষউড়া গ্রামের রুবেল মিয়া (২৫)।

এ ঘটনায় আহত হন গৃহবধূর স্বামী শামিম মিয়া (৩০)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শামিম ও পাখি দম্পতি উপজেলার ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে করে জামধলা বাজারে আসছিলেন। তারা জামধলা বাজারে পৌঁছালে ইটবোঝাই একটি লরিকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা খান।

এ সময় লরিটি ব্রেক কষলে ওই দম্পতি ও হেলপার রুবেল লরির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা লরিসহ চালক মোসলেম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।