ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ৯ জুয়াড়ির কারাদণ্ডাদেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ধুনটে ৯ জুয়াড়ির কারাদণ্ডাদেশ

বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলার সময় আটক নয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলার সময় আটক নয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের মমতাজ উদ্দীনের ছেলে সুলতান মাহমুদ (৩০), আজাহার আলীর ছেলে আশরাফ আলী (৪০), ছোট এলাঙ্গী গ্রামের লালু মিয়া (৫০), মজিবর রহমানের ছেলে শুটকা মণ্ডল (২৩), রাঙামাটি গ্রামের আব্দুস সামাদের ছেলে আলমগীর হোসেন (২৪), রহিম বক্সের ছেলে আব্দুর রউফ (২৫), এলাঙ্গী গ্রামের রতন কুমার সাহা (৫০), ছলা মিয়া (৬৫) ও কালীপদ ঘোষের ছেলে আনন্দ কুমার (৩৫)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক কর‍া হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।