ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ধুনটে ২ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে না পারায় দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে না পারায় দুই মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহিম এ আদেশ দেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ধুনট থানা পাড়ার মেছের আলীর ছেলে স্বপন মিয়া (২৮) ও কালেরপাড়ার জিল্লার রহমানের ছেলে শামীম হোসেন (২৮)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ধুনট শহরের সিকতা সিনেমা হলের পেছনে মাদক সেবনের সময় শামীম ও স্বপনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দু’জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।

তারা জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় দু’জনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬  
বিএসক/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।