ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জ মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

বুধবার (০৯ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫ এর ম্যানেজার সাকির আহমেদ।

এ সময় কেরানীগঞ্জের কূলচর ভাঙ্গাবাড়ি ব্রিজ, কূলচর মেম্বার বাড়ি, নতুন রায়েরচর ও ঘাটারচর কিন্ডার গার্টেনের সামনে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী প্রকৌশলী আজগর আলী, উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম, কেরানীগঞ্জ ঠিকাদার সমিতির সভাপতি হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন, ঠিকাদার ইউসুফ আলী, দিলজাহান প্রমুখ।

তিতাস গ্যাস মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫ এর ম্যানেজার সাকির আহমেদ বাংলানিউজকে জানান, উপজেলার প্রায় ৫টি স্পটে অভিযান চালিয়ে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।