ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৬ দফা দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
৬ দফা দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রাম পুলিশ মহাসম্মেলনে মন্ত্রীর আশ্বাসের বাস্ত‍বায়ন, বেতন বৃদ্ধি, রেশন ও অবসরভাতাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি।

ঢাকা: গ্রাম পুলিশ মহাসম্মেলনে মন্ত্রীর আশ্বাসের বাস্ত‍বায়ন, বেতন বৃদ্ধি, রেশন ও অবসরভাতাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি।

 

বুধবার (০৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

দাবিগুলো হলো, জাতীয় বেতন স্কেলের আওতায় আনা, রেশন চালু করা, চাকরি শেষে ভাতা পাওয়া, ঝুঁকি ও অবসরভাতাসহ যাবতীয় ন্যায্য পাওনা পরিশোধ করা।

এ সময় দাবিগুলো মেনে নেওয়ার জন্য আকুল আবেদন জানিয়ে সরকারের কাছে সহায়তা চান তারা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।