ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস থেকে ২০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
বরিশালে বাস থেকে ২০ মণ জাটকা জব্দ

বরিশালে বিআরটিসির একটি বাস থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বরিশাল: বরিশালে বিআরটিসির একটি বাস থেকে ২০ মণ জাটকা জব্দ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘর এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দপদদিয়া সেতুর টোলঘর এলাকায় ভোলা থেকে আসা বিআরটিসির একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ছাদ থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়।
 
এ ঘটনায় বাসের লাইনম্যান আল-আমিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।