ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
মুন্সীগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

মুন্সীগঞ্জ শহরের হাসপাতাল রোডের নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার-২ এর আনিসুর রহমান আনিস নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের হাসপাতাল রোডের নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার-২ এর আনিসুর রহমান আনিস নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লামিয়া সাইফুলের নেতৃত্বে অভিযানকালে তাকে আটক করা হয়।

ম্যাজিস্ট্রেট লামিয়া সাইফুল বাংলানিউজকে জানান, নিজেকে চিকিৎসক হিসেবে প্রমাণ দিতে না পারায় আনিসুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে ওই ডায়াগনস্টিক সেন্টারকে কোনো জরিমানা করা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।