ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জেএসসি’র ৮ পরীক্ষার্থীকে পেটালো বখাটেরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জেএসসি’র ৮ পরীক্ষার্থীকে পেটালো বখাটেরা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় শরীয়তপুরে জেএসসি’র ৮ পরীক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বখাটেরা। 

শরীয়তপুর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় শরীয়তপুরে জেএসসি’র ৮ পরীক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বখাটেরা।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সদর উপজেলার উপুরগাঁও গ্রামের দেওয়ান বাড়ির কাছে এ হামলা ঘটনা ঘটে।

হামলায় মিম আক্তার, সুরমা আক্তার, রহিমা আক্তার, মো. জসিম, মাসুদ দরদার, সজিব শেখ, সাইফুল ইসলাম ও কাওছার মাহমুদ নামে ৮ জন আহত হন।  

তারা সবাই সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বাংলানিউজকে জানান, এলাকার বখাটে শামীম দেওয়ান (২১) গত কয়েকদিন ধরে ছাত্রীদের যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব সহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। দুপুরে সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল ছাত্র-ছাত্রীরা।  

এ সময় বখাটে শামীম দেওয়ান ও তার লোকজন মেয়েদের পথরোধ করে তাদের মোবাইল ফোন নম্বর চেয়ে উত্ত্যক্ত করতে থাকে।  

এর প্রতিবাদ করলে তারা স্কুলের ৮ জন জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বাংলানিউজকে জানান, উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্থানীয় কিছু বখাটে ছেলে পরীক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছে পুলিশ। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।