ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ৮৩১টি পরিবারে বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
নাটোরে ৮৩১টি পরিবারে বিদ্যুৎ সংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর সদর উপজেলার ৮টি গ্রামে ৮৩১টি পরিবাকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

নাটোর: নাটোর সদর উপজেলার ৮টি গ্রামে ৮৩১টি পরিবাকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

 

 
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বাসুপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।


 
বিদ্যুৎ সংযোগ পাওয়া ৮টি গ্রাম হলো- লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া, কাঁঠালবাড়িয়া, বড়বাড়িয়া, ইব্রাহিমপুর, চৌরী, গাজীপুর, দক্ষিণপুর ও হয়বতপুর গ্রাম।
 
এতে সভাপতিত্ব করেন লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- নাটোর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সহসভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আহমেদ সেলিম প্রমুখ।
 
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম বেলাল হোসেন বাংলানিউজকে জানান, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতায় সদর উপজেলার ৮টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এতে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।