ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে আহত আরেক জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
গোবিন্দগঞ্জে আহত আরেক জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে আহত আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ সংঘর্ষে ৩ জনের মৃত্যু হলো।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আখ কাটাকে কেন্দ্র করে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে আহত আরেক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ সংঘর্ষে ৩ জনের মৃত্যু হলো।

নিহতের নাম রোমেশ সরেন (৩৮)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের শিন্টাজুরি গ্রামের মৃত মাঝি সরেনের ছেলে।

গত রোববার (৬ নভেম্বর) সকালে চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে আদিবাসীদের (সাঁওতাল) সংঘর্ষে আহত হন রোমেশ সরেন। ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে নিহতের পরিচয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।