ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত সুজন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহত সুজন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন নামে এক যুবককে আটক করে পুলিশ।

নিহত সুজন শহরের বাবুরাইল ঋষিপাট্টি এলাকার সিরাজ মিয়ার ছেলে। তার পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, রোববার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় সানি নামে এক কিশোর সুজনকে ডেকে নিয়ে বাড়ির পাশের বালুরমাঠে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সানি পালিয়ে যায়। এরপর সুজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তবে ঘটনাস্থল থেকে ছুরি‍সহ রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।