ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
সিলেটে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

সিলেটে জাহাঙ্গীর হত্যা মামলায় একজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সিলেট: সিলেটে জাহাঙ্গীর হত্যা মামলায় একজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এ রায়ে তাদের প্রত্যেককে পাঁচশ’ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন। ওই আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শরিফ উদ্দিন (৩৫) নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডের কলবাখানি এলাকার হাসমত উল্লার ছেলে।

মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কলবাখানি এলাকার পাশ্ববর্তী গুয়াইপাড়া এলাকার আবুল কালাম ওরফে কালাম, রাজ্জাক, নয়ন ওরফে রিপন, হাসান মিয়া, জলিল মিয়া, খাসদবির এলাকার গুলজার ও ইকবাল।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ৩ অক্টোবর বিকেল জাহাঙ্গীরকে (১৮) খুন করা হয়। খুনের পর মরদেহ গুমের চেষ্টা করে খুনিরা। পরদিন চা বাগান থেকে মুখে গাঁজার পুটলা ভর্তি করা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত জাহাঙ্গীর গোয়াইটুলা এলাকার ফরিদ মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি বাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সরকার পাড়ায়।

এ ঘটনায় ফরিদ মিয়া বাদি হয়ে ওই দিন কোতোয়ালি থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।  

মামলায় ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দণ্ডবিধি ৩০২ ধারায় শরিফ উদ্দিনের মৃত্যুদণ্ড এবং ৩০২/৩৪ ধারায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলা হতে খালাস দেওয়া হয় তিনজনকে।  

মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলী ছিলেন আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী ও আসামি পক্ষে অ্যাডভোকেট আয়শা বেগম শেলী।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬/আপডেট: ২১৩৭ ঘণ্টা

এনইউ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।