ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষার দাবিতে দিনাজপুরে সাইকেল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
সুন্দরবন রক্ষার দাবিতে দিনাজপুরে সাইকেল মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাইকেল মিছিল করেছে ‘প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন’ নামে একটি ছাত্র সংগঠন।

দিনাজপুর: রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সাইকেল মিছিল করেছে ‘প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন’ নামে একটি ছাত্র সংগঠন।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় নিমতলা মোড় থেকে এ সাইকেল মিছিল বের হয়।

মিছিলের উদ্বোধন করেন-সাবেক উপজেলা চেয়ারম্যান ও তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা আমিনুল ইমলাম বাবলু। মিছিলটি ফুলবাড়ী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে নিমতলা মোড়ে একটি পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন- প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন সংগঠনের আহ্বায়ক তানভীর রহমান স্বাধীন, সদস্য সচিব আল আমিন, প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা কথন’র উদ্যেক্তা শাহরিয়ার সানি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।