ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চলছে ৪ দিনব্যাপী রাস উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
খাগড়াছড়িতে চলছে ৪ দিনব্যাপী রাস উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাপক আয়োজনে খাগড়াছড়িতে চলছে চার দিনব্যাপী রাস উৎসব ও রাস লীলা প্রদর্শনী।

খাগড়াছড়ি: ব্যাপক আয়োজনে খাগড়াছড়িতে চলছে চার দিনব্যাপী রাস উৎসব ও রাস লীলা প্রদর্শনী।

 

খাগড়াছড়ির লক্ষ্মী নারায়ণ মন্দির, মহালছড়ির দক্ষিণা কালী মন্দির ও দিঘীনালার লক্ষ্মী নারায়ণ মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলছে এ রাস উৎসব।

১২ নভেম্বর শুভ গঙ্গা আবাহন, রাসপূজার অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়। ধাপে ধাপে চলছে পঞ্চতত্ত্ব পূজা, ভোগরাগ, আরতি ও কীর্তন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে রাস উৎসব শেষ হবে। তবে মহালছড়িতে পরদিন  সকালে শেষ হবে এ উৎসব।

এদিকে, রাস উৎসবকে ঘিরে খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দির ঘিরে বিশাল মেলা বসেছে। মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পসরা নিয়ে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।