ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে জাকিয়া হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
সিলেটে জাকিয়া হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন

সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ জাকিয়া হত্যায় কামাল আহমদ (২৮) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে গৃহবধূ জাকিয়া হত্যায় কামাল আহমদ (২৮) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত কামাল ওই উপজেলার উপর সাতাইন গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রায়ে অপর আসামি একই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী আসমা বেগমকে খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল খালেক।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনইউ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।