ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
বগুড়ায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলার সভাপতি মমতাজ উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বগুড়া: বগুড়া শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলার সভাপতি মমতাজ উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

 
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মমতাজ উদ্দিন।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, নজরুল ইসলাম জুয়েল, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন বেলাল, আইভি আক্তার, সাদেকুল ইসলাম, মিজানুর রহমান, মাওলানা আজিজুর রহমান, অনুরাধা দাস, তৌহিদা খানম, বজলুল করিম, শারমিন সরকার, চৌধূরী ফাতেমা বিনতে আম্বিয়া, হারুনুর রশিদ, সাবিহা সুলতানা প্রমুখ।
 
পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মমতাজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
 
এর আগে প্রধান অতিথি ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।