ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেছেন আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দেশে ফিরেছেন আফগানিস্তানে আটকে পড়া ২৫ বাংলাদেশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আফগানিস্তানের হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

ঢাকা:  আফগানিস্তানের হেরাত প্রদেশে আটকে পড়া ২৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫জন বাংলাদেশি কাজের জন্যে অবৈধভাবে আফগানিস্তানের হেরাত প্রদেশে যান। সেখানে একটি প্রতিষ্ঠানে যোগদানও করেন তারা।

কিন্তু ২-৩ মাস পরেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্থানীয় হেরাত কর্তৃপক্ষ আটকে পড়াদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেন।
 
এ জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ আফগান দূতাবাস ও আফগানিস্তানের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে দেশে ফেরত আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আটকে পড়া বাংলাদেশিদের মেয়াদোত্তীর্ণ অবস্থানের ভিসা ফি থেকে অব্যাহতি দিয়েছে আফগান সরকার। পরবর্তীতে ঢাকাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের দেশে আন‍ার ব্যবস্থা করে।

অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।