ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রান্তিক চাষি পরিবারের মধ্যে ভেড়া বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
খাগড়াছড়িতে প্রান্তিক চাষি পরিবারের মধ্যে ভেড়া বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন এবং সংরক্ষণ প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে ২০টি প্রান্তিক চাষি পরিবারের মধ্যে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি: সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন এবং সংরক্ষণ প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে ২০টি প্রান্তিক চাষি পরিবারের মধ্যে ৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব ভেড়া বিতরণ করেন।

এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. শেখ আব্দুল মান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।