ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আড়াইহাজারে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর সোনারগাঁও জোনাল অফিসের ম্যানেজার মো. মোমেন তালুকদার অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আজাদ, সহকারী প্রকৌশলী মো. পলাশ, কারিগরি টেকনিশিয়ান মো. মিজানুর রহমান ও সহকারী টেকনিশিয়ান মো. মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।