ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
সোনারগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ওই উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মৃত জজ মিয়ার ছেলে আল আমিন, ওহিদুল্লার ছেলে আমির হোসেন ও নুরুল ইসলামের ছেলে নাদিম হোসেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের পিপিএম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একশ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ী আল আমিনকে এক বছর ও আমির হোসেন, নাদিম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬

এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।