ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আশুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জামিল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আশুলিয়া  (সাভার): সাভারের আশুলিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জামিল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় আশুলিয়ার ভাদাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামিল দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার বড় হাসীমপুর গ্রামের সোবাহান মিয়ার ছেলে। তিনি গাজীপুরের লতিফপুর এলাকায় থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) রাসেল মোল্লা বাংলানিউজকে জানান, বিকেলে ভাদাইল এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে অন্য খুটিঁতে ক্যাবল তার সংযোগ দিচ্ছিলেন জামিল। এসময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামিলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই রাসেল।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।