ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে উদীচীর ৮ম জেলা সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ফেনীতে উদীচীর ৮ম জেলা সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মানবিক সাংস্কৃতির আলোয় জাগো, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও’ এ শ্লোগানে ফেনীতে উদীচী’র ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ফেনী: ‘মানবিক সাংস্কৃতির আলোয় জাগো, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও’ এ শ্লোগানে ফেনীতে উদীচী’র ৮ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে শহরের জেল রোড ও কলেজ রোডের মোড়ে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা উদীচী’র উপদেষ্টা আবু তাহের।

এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি রায়হান খান ও সঞ্চালনা করেন রাজীব মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল ধর, ফরিদ উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ফয়েজুল হক মিলকী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোমেনুল হক ও জেলা নেত্রী মৌসুমী সোম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে মোমেনুল হককে সভাপতি ও মানিক কর্মকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।