ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রানা মণ্ডল (২৮) আহত হয়েছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রানা মণ্ডল (২৮) আহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে এবং স্বামী রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাত দু’টায় শম্পা বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার স্বামী রানা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উজ্জল শিকদার বাংলানিউজকে জানান, রানা এখন আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টাম নভেম্বর ১৯, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।