ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বাল্য বিয়ের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাহনূর বেগমের (১১) বাল্যবিয়ে ভেঙে দিয়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাহনূর বেগমের (১১) বাল্যবিয়ে ভেঙে দিয়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লীরা তরফদার।

অভিযুক্ত বরের নাম রাশেদ মিয়া (৩৫)।

লীরা তরফদার বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়েটিকেও পরামর্শ দেওয়া হয়েছে নিয়মিত স্কুলে যাওয়ার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।