ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শাজাহানপুরে ওয়াচ কমিটি গঠনে সভা ‍অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
শাজাহানপুরে ওয়াচ কমিটি গঠনে সভা ‍অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলার পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) উদ্যোগে যুবক ও যুব মহিলাদের নিয়ে ওয়াচ কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) উদ্যোগে যুবক ও যুব মহিলাদের নিয়ে ওয়াচ কমিটি গঠনে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রচলিত ক্ষতিকর রীতিসমূহ (বাল্য বিবাহ, যৌতুক, ফতোয় ও সহিংসতা) হ্রাসকরণে এ সভা করা হয়।

আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) প্রধান সমন্বয়কারী সেখ মো. আবু হাসানাত, প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাশরুকুল ইসলাম।

সভা সঞ্চালন করেন প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন ও ফিল্ড অর্গানাইজার মো. কামরুজ্জামান।

অ্যাকশ এইড বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ফায়ারস্টাটার ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এ সভা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।