ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটের আদালতে রাগীব আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
সিলেটের আদালতে রাগীব আলী ছবি: আবু বকর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতের করিমগঞ্জে আটক সিলেটের ব্যবসায়ী রাগীব আলীকে আদালতে হাজির করা হয়েছে।

সিলেট: ভারতের করিমগঞ্জে আটক সিলেটের ব্যবসায়ী রাগীব আলীকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে পুলিশের পিকআপ ভ্যানে করে তাকে আদালতে আনার পর কাস্টডিতে রাখা হয়।

এরপর তাকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে বিয়ানীবাজার সুতারকান্দি সীমান্ত দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে দেশটির পুলিশ।

ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে রাগীব আলীকে সিলেটে আনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ভারতের করিমগঞ্জ পুলিশ তাকে আটক করে।

১২ নভেম্বর (শনিবার) জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে রাগীর আলীর ছেলে আব্দুল হাইকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে বিশ্বনাথ থানায় জালিয়াতি ও প্রতারণার দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই পরিবারের পাঁচ সদস্য নিয়ে গত ১২ আগস্ট ভারতে পালিয়ে যান রাগীব আলী।

**ভারতে গ্রেফতার রাগীব আলীকে বাংলাদেশে হস্তান্তর

** সিলেটের রাগীব আলী ভারতে আটক, বিকেলে হস্তান্তর

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এনইউ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ