ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে আগুনে পুড়লো ২৫ বসতবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
অষ্টগ্রামে আগুনে পুড়লো ২৫ বসতবাড়ি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৩০/৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কাকুরিয়া গ্রামের যতীন্দ্র দাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

পরে একঘণ্টা চেষ্টা চালিয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিকরা হলেন- রুনু কৃষ্ণ দাস, রাম কৃষ্ণ দাস, চন্দ দাস, দুর্যধন দাস, হরি দাস, কৃষ্ণধন দাস, গৌরী লাল দাস, বনবিহারী দাস, চন্দ্রধর দাস, রবীন্দ্র দাস, কৃষ্ণপদ দাস, লক্ষণধর দাস ও লক্ষণ দাসসহ ২৫ জন।

কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ