ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি জেলা কারাগারে সিসি ক্যামেরা স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ঝালকাঠি জেলা কারাগারে সিসি ক্যামেরা স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি জেলা কারাগারে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ঝালকাঠি: ঝালকাঠি জেলা কারাগারে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী সিসিটিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিকহার রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, জেল সুপার (ভারপ্রাপ্ত) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী প্রমুখ।

পরে অতিথিরা কারাগার পরিদর্শন ও বন্দিদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন।

জেলার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য ৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর আওতায় জেলা কারাগারের প্রধান ফটক ও সাক্ষাৎ কক্ষ মনিটরিংয়ে সুবিধা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমএস/এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ