ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জলঢাকায় নকল সরবরাহের দায়ে ৭ শিক্ষকের জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জলঢাকায় নকল সরবরাহের দায়ে ৭ শিক্ষকের জরিমানা

নীলফামারীর জলঢাকায় প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে ৭ শিক্ষককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে ৭ শিক্ষককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- জুলফিকার আলী, মফিজার রহমান, মতিয়া বেগম, তানজিনা, হামিদুর রহমান, ওয়াদুদুর রহমান ও মহসিন হোসেন মিলন।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বালাগ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ধর্ম পরীক্ষা চলছিল। এ সময় ইউএনও রাশেদুল হক প্রধান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে নকল সরবরাহের বিষয়টি তার নজরে আসে।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ৭ শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ