ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খানসামায় মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
খানসামায় মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরে গাঁজা সেবনের দায়ে মো. আবুল হোসেন (৪০) নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর: দিনাজপুরে গাঁজা সেবনের দায়ে মো. আবুল হোসেন (৪০) নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন খানসামা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত কাউসারের ছেলে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার প্রধান বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা জিয়া সেতুর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় আবুলকে আটক করা হয়।

পরে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ