ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ট্রলারসহ ৪০ মণ মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
পাথরঘাটায় ট্রলারসহ ৪০ মণ মাছ জব্দ

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নতুন বাজার খাল থেকে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

বরগুনা: বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নতুন বাজার খাল থেকে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের সাব লে. হাসানুর রহমান বাংলানিউজকে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিষখালী নদী সংলগ্ন নতুনবাজার খালে অভিযান চালানো হয়। এ সময় একটি নামবিহীন ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছ জব্দ করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে মৎস্য অধিদফতরের মাধ্যমে মাছগুলো দুস্থ ও এতিমদের বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ