ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধে সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধে সভা

নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান।

জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম ওয়ারেছ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সিনিয়র শিক্ষক নুরুজ্জামান, সেলিম, মর্তুজা ইসলাম, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর নির্মলা রানী ও মোস্তাফিজুর রহমান লেবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ