ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী গণসমাবেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
সৈয়দপুরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী গণসমাবেশ

নীলফামারীর সৈয়দপুরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ শিশাতলী বাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউএনডিপির সহযোগিতায় বেসরকারি সংস্থা ইউএসএস এ গণসমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এটিএম গোলাম মোস্তফা।

লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ইউএসএসর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিরযোদ্ধা শ্যামচরন রায়, লক্ষ্মীচাপ ইউপি সদস্য বিরেন্দ্র নাথ রায়, রুহিদাস রায়, গোলাম মোস্তফা, দুবাছুড়ি দাখিল মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট এম এ মোমেন, ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায়, সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ