ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীর ঢোল’র যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ফেনীর ঢোল’র যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লোগো উন্মোচন ও ওয়েবসাইট চালুর মাধ্যমে ফেনীর আঞ্চলিক ও লোকজ গানের চর্চা কেন্দ্র ফেনীর ঢোল’র যাত্রা শুরু হয়েছে।

ফেনী: লোগো উন্মোচন ও ওয়েবসাইট চালুর মাধ্যমে ফেনীর আঞ্চলিক ও লোকজ গানের চর্চা কেন্দ্র ফেনীর ঢোল’র যাত্রা শুরু হয়েছে।

 

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান আনুষ্ঠানিকভাবে সংগঠনটির লোগো উন্মোচন এবং ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজ চালু করেন।

সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার, সাহিত্যিক ও কলামিস্ট অধ্যাপক রফিকুল ইসলাম, ফেনীর সংগীত শিল্পী নেছার আহাম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমরজীৎ টটুলসহ জেলার সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ফেনীর ঢোল’র সদস্য তাহমিনা তোফা সুমি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ