ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

সাতক্ষীরা: দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরণীতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার আবুবক্কর সিদ্দিক, জেলা সাংগঠনিক কমান্ডার তবিবর রহমান, সদর উপজেলা কমান্ডার হাসানুজ্জামান, মোস্তফা নুরুল আলম, প্রফেসর আব্দুল বারী, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে মুক্তিযোদ্ধারা নানাভাবে নিগৃহীত হচ্ছেন। তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ