ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে ৩শ’ ৬২ পিস ইয়াবা, ২শ’ ২৯ গ্রাম ও ১৫ পুরিয়া হেরোইন, ২ কেজি ২৬৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৪শ’ ২ বোতল ফেনসিডিল ও ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসটি/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ