ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ সিটির ১৭৪ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নারায়ণগঞ্জ সিটির ১৭৪ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেছেন, নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের একটিও নিরাপদ নয়। কেন্দ্রগুলো শুধু ঝুঁকিপূর্ণই নয় অতি ঝুঁকিপূর্ণ। 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেছেন, নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের একটিও নিরাপদ নয়। কেন্দ্রগুলো শুধু ঝুঁকিপূর্ণই নয় অতি ঝুঁকিপূর্ণ।

 
 
রোববার (২৭ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তিনি এ কথা বলেন।
 
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে নুরুজ্জামান তালুকদার বলেন, দুই প্রার্থীকেই নির্বাচনের আচরণবিধি মানতে হবে।  

নির্বাচনে ১০ হাজার কর্মকর্তা কাজ করবেন জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন। কারণ আমি বন্দর এলাকাতে গিয়েছিলাম। সেখানে যাতায়াতের রাস্তা একটা চ্যালেঞ্জ।  

পোলিং এজেন্টের বিষয়ে প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা শিক্ষিত ও সাহসী পোলিং এজেন্ট দেবেন। প্রয়োজনে আমরা তাদের প্রশিক্ষণ দেবো। কারণ নির্বাচন চলাকালে আমাকে তাদের কথাই শুনতে হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।