ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুর জেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রংপুর জেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রংপুর: রংপুর জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩টি পদে ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রংপুর জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা যায়।  

রংপুর জেলার ৮ উপজেলা, ৩ পৌরসভা ও ১টি সিটি করপোরেশন নিয়ে গঠিত জেলা পরিষদ। এতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৬ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, রংপুর জেলা পরিষদ নির্বাচনের প্রথম দিনের মনোনয়নপত্র সংগ্রহ করেন ২২ জন প্রার্থী। সংরক্ষিত নারী আসনে ১ জন এবং সাধারণ সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ।  

তিনি আরও জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাফিয়া খানম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মজিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

৩ ও ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।  

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।