ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিদের জন্য ই-টোকেন পদ্ধতি বাতিল করছে ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বাংলাদেশিদের জন্য ই-টোকেন পদ্ধতি বাতিল করছে ভারত

বাংলাদেশিদের জন্য অচিরেই ই-টোকেন পদ্ধতি বাতিল করছে ভারত। ওই দেশের ভিসা প্রক্রিয়া আরো সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

মাদারীপুর: বাংলাদেশিদের জন্য অচিরেই ই-টোকেন পদ্ধতি বাতিল করছে ভারত। ওই দেশের ভিসা প্রক্রিয়া আরো সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, ই-টোকেন পেতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য যেতে হয়। যাতে বিড়ম্বনার শিকার হতে হয় বলে অভিযোগ করেন ভারতীয় ভিসা প্রত্যাশীরা। শিগগিরই ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা নিতে পারবেন।

রোববার (২৭ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।